• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

‘চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানো সম্ভব’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ অক্টোবর ২০১৬, ২১:৪৯

পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানো সম্ভব। এমন মত বিশেষজ্ঞদের। তাদের মতে, চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিনিয়োগ যেমন গুরুত্বপূর্ণ, তেমন তাদের (চীনের) শর্ত পূরণও গুরুত্বপূর্ণ। এজন্যই দরকার পারস্পরিক বোঝাপড়া।

সোমবার সকালে রাজধানীর ডেইলি স্টার ভবনে ‘বাংলাদেশ-চীন রিলেশন : কানেকটিং টু ইকোনমিকস’ শীর্ষক গোলটেবিল বৈঠক তারা এসব কথা বলেন।

আসছে ১৫ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র ঢাকা সফর উপলক্ষে এ বৈঠকের আয়োজন করে দ্য ডেইলি স্টার।

এতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি’র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, চীনের সঙ্গে আমাদের বাণিজ্য বাড়ানো সম্ভব। এজন্য তাদের দেয়া শর্তগুলো গুরুত্বপূর্ণ। সেসব শর্ত পূরণ করা গেলেই দেশে চীনা বিনিয়োগ বাড়ানো যাবে।

বৈঠকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-ডিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ বলেন, আমরা টেক্সটাইল, শিপ বিল্ডিং এবং এগ্রো প্রোডাক্টসহ ৭টি খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছি। চীনকে এসব খাতে বিনিয়োগের প্রস্তাব করা হয়েছে। এখানে তারা বিনিয়োগ করলে আসছে ২০৩০ সালের মধ্যে আমরা এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনে সক্ষম হবো।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঞ্চালনায় বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চৌধুরী, বিআইআইএসএস’র সভাপতি সাবেক রাষ্ট্রদূত ফয়েজ আহমেদ, সিপিডির গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শ্রীলঙ্কার হাইকমিশনার বাসোজা গুণাসেকারা, সিঙ্গাপুরের কণসার্ন জার্নাল ডেরিল লাওসহ অন্যরা ছিলেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh