• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যাচ্ছেতাই দামে বিক্রি হচ্ছে চিনি, লবণ

ইকরাম হোসেন

  ০৭ অক্টোবর ২০১৬, ১৭:০০

বাজারে যাচ্ছেতাই দামে বিক্রি হচ্ছে চিনি আর লবণ। বাড়তির দিকে সয়াবিন তেলের দাম। বন্যার ক্ষতি আর অতিবৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজারও। তবে স্বস্তি আছে ইলিশের বাজারে।

গেলো ১৪ আগস্ট দেড় লাখ টন লবণ আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রনালয়। এরপরও ৬ মাস আগের ২৫ টাকার খাবার লবণ এখন বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। চিনি তো আরো এককাঠি সরেস; ৬ মাস আগের ৪৬ টাকার চিনির কেজি ৭০ টাকা। সয়াবিন তেলের দামও অস্থির হবার আশঙ্কা অনেকের।

থেমে নেই সবজির বাজারও। বন্যা আর অতিবৃষ্টির দোহাই দিয়ে প্রায় প্রতিদিনই বাড়ছে দাম।

গমগম করছে কেবল ইলিশের বাজার। বিক্রেতা যেমন অন্য মাছ ছেড়ে ইলিশে ভিড়েছেন, ক্রেতা তেমন ফ্রিজ ভর্তি করে স্বাদ পাল্টাতে কিনছেন অন্য মাছ।

কোরবানির রেশ কেটে যাওয়ায় বাড়তে শুরু করেছে ব্রয়লার মুরগির দাম। গেলো সপ্তাহর চেয়ে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজিতে। এছাড়া আগের দামেই ডিমের ডজন বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

ডিএইচ/আরএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh