• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

বাণিজ্য মেলায় শীতের হানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

তীব্র শীতে যখন সারাদেশে জনজীবন বিপর্যস্ত, তখন রাজধানীর বাণিজ্য মেলায়ও বইছে শৈত্যপ্রবাহ। শুক্র ও শনিবার ছুটির দিনে প্রাণ ফিরে পাওয়ার পর এখন অনেকটা স্থবির বাণিজ্য মেলা। বিশেষ করে সকালের দিকে জমছে না মেলা। আজ সোমবার সকালের দিকে মেলায় মানুষের উপস্থিতি কম দেখা যায়।

বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শীতের প্রভাবে দর্শনার্থী একেবারেই কম। বেলা ১টায়ও আড়মোড়া ভাঙেনি বাণিজ্য মেলার।

ক্রেতা-দর্শনার্থীদের ভাটায় বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধিদেরও স্টল বা প্যাভিলিয়ন ছেড়ে রোদে উষ্ণতা নিতে দেখা যায়।

বিক্রয় প্রতিনিধিরা জানান, উদ্বোধনের পর থেকেই এবার মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জমজমাট আগমন। তবে শীতের তীব্রতা বাড়ায় এখন মানুষ কম এসেছে। তবে শীত কমলে আবারো প্রাণ ফিরে পাবে বাণিজ্য মেলা।

শীতের সকালে যেসব দর্শনার্থী মেলায় এসেছেন তারাও শীতে জবুথবু হয়ে রোদ খুঁজে সেখানে বসছেন।বিক্রয় প্রতিনিধিরা মেলায় আগত গুটিকয়েক দর্শনার্থীদের স্টলে নিতে হাঁকডাক করে যাচ্ছেন।

বাইরে কনকনে বাতাসের কারণে কেউ কেউ প্যাভিলিয়ন ও স্টলগুলোতে ঢুকে বের হতে চাচ্ছেন না। এর মধ্যে ঘুরে ঘুরে নিজেদের পছন্দের পণ্য এবং বিভিন্ন অফার যাচাই করছেন।

ডেল্টা প্যাভিলিয়নের এক বিক্রয় প্রতিনিধি বলেন, মেলায় লোকজন কম। শীতের তীব্রতায় হাত-পা জমে আসছে। ক্রেতা না থাকায় বাইরে রোদ পোহাচ্ছি একটু। তবে বিকেলের দিকে লোকজন বেশি ছিল বলে জানান তিনি।

যাত্রাবাড়ী থেকে আসা দর্শনার্থী নিহার জানান, জ্যামের কথা ভেবে সকাল সকাল মেলায় এসেছি। কিন্তু এসে দেখি, দোকানই খোলেনি। খোলা জায়গা হওয়ায় মেলায় বেশি শীত।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ মে)
বাণিজ্য সম্প্রসারণে মিশর-বাংলাদেশ বৈঠক 
গাম্বিয়ার সঙ্গে কৃষি ও বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধির আশা পররাষ্ট্রমন্ত্রীর
গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক
X
Fresh