• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

দুই ব্যাংকের টাকা কেটে রাখলো বাংলাদেশ ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ ডিসেম্বর ২০১৭, ১৩:০৮

সীমা অতিক্রম করে ঋণ বিতরণ অব্যাহত রাখায় বেসরকারি খাতের দুটি ব্যাংকের ৭৬ কোটি টাকা কেটে রাখলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হলো ওয়ান ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সংরক্ষিত অ্যাকাউন্ট থেকে এ টাকা ব্লক করা হয়েছে। ঋণের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে নেমে না আসা পর্যন্ত এ টাকা ব্লক থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের তারল্য পর্যাপ্ত রাখার স্বার্থে সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলো সংগৃহীত আমানতের ৮০ দশমিক ৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৮৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। অবশিষ্ট অর্থ নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এবং বিধিবদ্ধ জমা অনুপাত (এসএলআর) হিসাবে জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে।

তবে ঋণের চাহিদা অনেক বেশি হলে এবং ব্যাংকের সার্বিক আর্থিক সূচক ভালো থাকলে সাধারণ ব্যাংক সংগৃহীত আমানতের সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংক সর্বোচ্চ ৯০ শতাংশ ঋণ বিতরণ করতে পারে। এই ঋণ আমানতের অনুপাত সাপ্তাহিক ভিত্তিতে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংক।

এমসি/এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ দিনে প্রবাসী আয় প্রায় ১৩৬ কোটি ডলার
সাংবাদিক প্রবেশ নিষেধ করার কথা ‘মিথ্যা’: ডেপুটি গভর্নর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, জানতে চান কাদের
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
X
Fresh