• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ডাক টাকা কী?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ডিসেম্বর ২০১৭, ২১:২৯

মাত্র দুই টাকায় অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে ডাক টাকা নামে নতুন একটি সেবা চালু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এই প্ল্যাটফর্মের ‍উদ্বোধন করেন।

কিন্তু কী এই ডাক টাকা? কিভাবেই বা এই সেবা পাওয়া যাবে?

জানা গেছে, এই সেবার সুবিধা পেতে ডাকঘরে গিয়ে মোবাইল নম্বর ব্যবহার করে দুই টাকা দিয়ে প্রথমে একটি হিসাব খুলতে হবে। তারপর ডাকঘরের পোস্টাল ক্যাশ কার্ড দিয়ে মোবাইলের সেই হিসাবে টাকা রিচার্জ বা অ্যাকাউন্টে টাকা জমা করতে হবে।

সফটওয়্যার প্রতিষ্ঠান ডি-মানি’র মাধ্যমে খুব সহজেই পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে এই হিসাবে ক্যাশ ইন ও ক্যাশ আউট করা যাবে।

ডি-মানি সূত্র জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে ‘ডাক টাকা’র বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। তখন সাধারণ মানুষ ‘ডাক টাকা’ ব্যবহার করে সুবিধা নিতে পারবে।

‘ডাক টাকা’ ব্যবহারকারীরা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও লেনদেন করতে পারবেন। এটি মূলত একটি ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনের মাধ্যমে এই ওয়ালেটটি ব্যবহার করা যাবে।

এসআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরান ঢাকায় ঐতিহ্যবাহী নবাবের পুকুরে ৫ টাকায় দিনভর গোসল
পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক
২০ লাখ টাকার ডাকঘরে আইসক্রিম বিক্রি করছেন পোস্টমাস্টার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৮ এপ্রিল)
X
Fresh