• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:০১

বাংলাদেশে বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন সৌদি আরবের ব্যবসায়ীরা। যার পরিমাণ হবে প্রায় ৫ হাজার কোটি টাকা।

সফররত সৌদি আরবের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে।

সৌদি আরবের ইন্টারন্যাশনাল মার্কেটিং ইনভেস্টমেন্ট কোম্পানি গ্রুপের নির্বাহী সভাপতি মোসহাবাব আব্দুল্লাহ আল খাতানির নেতৃত্বে সোমবার ঢাকায় আসে ২১ সদস্যের এ প্রতিনিধিদল।

আগামীকাল বুধবার এফবিসিআই আয়োজিত একটি বাণিজ্য সেমিনারেও দলটির অংশ নেয়ার কথা আছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি এর মধ্য দিয়ে অনেক বিনিয়োগ বাংলাদেশে আসবে। সোলারসহ বেশ কয়েকটি খাতেও বড় ধরণের বিনিয়োগ করতে পারেন তারা।

এই সফরে বাংলাদেশের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ীদের সঙ্গে সৌদি ব্যবসায়ীদের ভালো সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও।

তোফায়েল আহমেদ বলেন, আমরা একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, সৌদি আরব চাইলে যেকোনো একটি অঞ্চলে বিনিয়োগ করতে পারে।

বিদেশি বিনিয়োগ আরও বাড়াতে সরকার বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছে বলেও বৈঠকে জানান এই দুই মন্ত্রী।

তিন দিনের সফর শেষে সৌদি প্রতিনিধি দলটির বুধবার দেশে ফেরার কথা আছে।

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
আল-কাহতানির দাবি সত্যি হলো, বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যাচ্ছে সৌদি
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
X
Fresh