• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

যেসব এলাকায় আগামী শুক্র-শনি ও রোববার ব্যাংক খোলা

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২৪, ০১:১৪
ফাইল ছবি

পবিত্র ঈদ-উল-আজহার সরকারি ছুটি আগামী ১৬, ১৭ ও ১৮ জুন। তবে কোরবানির ঈদের আগে ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) এবং ১৬ জুন (রোববার) সরকারি ছুটির দিনও ব্যাংক খোলা থাকবে।

রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের দেওয়া সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।

সার্কুলারে বলা হয়েছে, ১৪, ১৫ ও ১৬ জুন ঢাকা মহানগরী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের পোশাক শিল্প অধ্যুষিত এলাকায় পূর্ণ দিন ব্যাংকিং কার্যক্রম চলবে।

তৈরি পোশাক খাতের রপ্তানি বিল বিক্রয় ও শ্রমিক, কর্মকর্তা, কর্মচারির বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে এই তিন দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ‘ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সকল তফসিলি ব্যাংকের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৪, ও ১৬ জুন পূর্ণ দিবস ব্যাংক খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এদিকে সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকার বিভিন্ন ব্যাংকের শাখা এবং এটিএম বুথগুলো ২৪ ঘণ্টাই চালু থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক দিনে ২৫ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক
ক্রেডিট কার্ডের বিল ও কিস্তি পরিশোধে সুখবর
ক্রেডিট কার্ড বিল ও কিস্তি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের যে নির্দেশনা