• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানে না শাহজালাল ইসলামী ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৭, ১৬:১৭

শেয়ারবাজারে ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অস্বাভাবিক দরবৃদ্ধি হয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

তবে কোম্পানিটি বলছে, এই দরবৃদ্ধির পেছনের কারণ তাদের জানা নেই।

শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারদর বিশ্লেষণে দেখা যায়, গেলো ২ নভেম্বরের পর থেকে শেয়ারটির দর বেড়েছে ৩৫ শতাংশ।

২ নভেম্বর শেয়ারটির দর ছিল ২৬ টাকা ৪০ পয়সা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ৯০ পয়সায়।

অস্বাভাবিক এই দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসইর পক্ষ থেকে নোটিশ দেয়া হয়।

নোটিশের জবাবে শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই দরবৃদ্ধির পেছনে তাদের কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

২০০৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০১৬ সালের ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh