• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

খেলাপি ঋণ এখন ৮০ হাজার কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৭, ১২:২৭

ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রতিনিয়তই বাড়ছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খেলাপি ঋণ বেড়েছে ছয় হাজার ১৫৯ কোটি টাকা। সার্বিকভাবে গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযাযী, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলো মোট সাত লাখ ৫২ হাজার ৭৩০ কোটি ঋণ বিতরণ করেছে। এর মধ্যে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে, যা মোট বিতরণকৃত ঋণের প্রায় ১১ শতাংশ।

সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫১৭ কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২৯ দশমিক ২৫ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৩৩ হাজার ৯৭৩ কোটি টাকা; মোট বিতরণকৃত ঋণের পাঁচ দশমিক ৯৭ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ দুই হাজার ২৯৮ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের সাত দশমিক ৮৯ শতাংশ।

এছাড়া বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৯ কোটি টাকা; বিতরণ করা ঋণের ২৩ দশমিক ৭৯ শতাংশ।

প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি খেলাপি ঋণ বেড়েছে। যার পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৯৩৬ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে দুই হাজার ২৪৪ কোটি টাকা। অন্যদিকে বিদেশি ব্যাংকের খেলাপি ঋণ কমেছে ২৩ কোটি টাকা। এছাড়া বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
৯ মাসে সুদ পরিশোধ ১০০ কোটি ডলারের বেশি
X
Fresh