• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে যুক্তরাজ্য : অর্থমন্ত্রী

আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫১
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সারাহ কুক
ছবি : সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্য সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে খুব ভালো একটি আলোচনা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য ও বাংলাদেশ কীভাবে একত্রে কাজ করতে পারে তা নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক। আমরা বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যুক্তরাজ্য অর্থনীতির উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে। যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে, তারা বাংলাদেশের অবস্থা বোঝে। তাদের এ ব্যাপারে অভিজ্ঞতাও রয়েছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়। তবে কোন কোন খাতে- সেটি এখন বলা যাবে না। এসব নিয়ে এখনো আলোচনা চলছে।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি 
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
X
Fresh