• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

দেশের অর্থনীতিতে বড় কোনো সংকট নেই : ডিসিসিআই

আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৪, ১৭:৫০
দেশের অর্থনীতিতে বড় কোনো সংকট নেই : ডিসিসিআই
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিতে বড় কোনো সংকট নেই বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ।

দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার (২০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আশরাফ আহমেদ বলেন, অর্থনীতির গতি ধরে রাখতে হলে অবশ্যই গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। আমদানিনির্ভর জ্বালানি দীর্ঘ মেয়াদে স্বস্তি দিবে না। কিন্তু বর্তমানে এর কোনো বিকল্পও নেই।

তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভে অস্থিতিশীলতা, এলসি খোলার জন্য ডলারের অপর্যাপ্ততা, গ্যাস সংকটসহ বর্তমানে কিছু সমস্যা আছে। তবে এগুলো সবই সমাধান সম্ভব। বাংলাদেশ এসব সমস্যার সমাধান করেছে, এটা প্রমাণিত সত্য। বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে।

ডিসিসিআই সভাপতি বলেন, আশা করছি আগামী এক দশকে আমরা বিশ্বের ২০টি বড় অর্থনৈতিক দেশে পৌঁছাতে পারব। বর্তমানে আমাদের গ্রোথ ১০-এ নামলেও চীনসহ অনেক দেশের গ্রোথ পাঁচ শতাংশের নিচে। আমাদের গ্রোথের সব ফান্ডামেন্টাল ভালো আছে।

দেশের ব্যাংকিং খাতের লোন দেওয়ার প্রক্রিয়া টেকসই নয় জানিয়ে আশরাফ আহমেদ বলেন, এ খাতের লোন দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি তারল্য বাড়ানো না গেলে বেসরকারি খাতের বিনিয়োগ ও উন্নয়ন সম্ভব নয়।

মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি সারাবিশ্বে প্রভাব ফেলেছে। আমাদের মূল্যস্ফীতি ছয় শতাংশ থেকে ১০ শতাংশ হয়েছে। কিন্তু বাকি দুনিয়ার তুলনায় সেটা অনেক ভালো অবস্থা। এ সমস্যা আগেও হয়েছে। আমরা ওভারকামও করেছি।

সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী, সহ-সভাপতি জুনায়েদ ইবনে আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনীতির সংকট কাটতে শুরু করেছে
‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ পুষ্টিকর খাবার কাটছাঁট করছেন’
প্রধানমন্ত্রীর কারণে দেশে কোনো খাদ্য সংকট নেই : বাণিজ্য প্রতিমন্ত্রী
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
X
Fresh