• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

লভ্যাংশ নির্ধারণী সভার তারিখ ঘোষণা ৯ কোম্পানির

​বিজনেস ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৭, ২৩:৪০

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানি পর্ষদ সভার সময় নির্ধারণ করেছে। কোম্পানিগুলো হলো- গ্লাক্সোস্মিথক্লাইন, ইউনাইটেড ফিন্যান্স, শমরিতা হসপিতাল, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস, পিটিএল, ফরচুন, বিবিএস ক্যাবলস, তিতাস গ্যাস ও ড্যাফোডিল কম্পিউটার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২২ অক্টোবর গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকেল সাড়ে ৪টায় এ সভা হবে।

সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

শমরিতা হসপিটাল লিমিটেডের পর্ষদ সভা হবে আগামী ২৪ অক্টোবর। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।

একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করা হবে।

ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা হবে। সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ইন্টারন্যাশন্যাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পর্ষদ সভা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এদিন বিকেল ৫টার সভাটি হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া পিটিএলের পর্ষদ সভা হবে ২৫ অক্টোবর, ফরচুনের ২৬ অক্টোবর, বিবিএস ক্যাবলসের ২৪ অক্টোবর, তিতাস গ্যাসের ২৪ অক্টোবর, ড্যাফোডিল কম্পিউটারের ২৬ অক্টোবর।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
ক্রমাগত পতনের পর চাঙ্গা পুঁজিবাজার
X
Fresh