• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ফের বিএসএ’র দায়িত্বে এসিআইয়ের আনিস উদ দৌলা

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৭, ১১:৩২

ফের বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের (বিএসএ) দায়িত্ব নিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা। তাকে ২০১৭-১৯ মেয়াদের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বিএসএ দেশের বেসরকারি বীজ খাতের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন।

সম্প্রতি সংগঠনটির ২০১৭-১৯ মেয়াদী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে এম আনিস উদ দৌলাকে আগামী ২ বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি ২০১৫-১৭ মেয়াদেও সভাপতির দায়িত্ব পালন করেন।

কমিটিতে সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন সয়েল সিড বাংলাদেশ লিমিটেড এর নির্বাহী পরিচালক ফখরুল ইসলাম। আর জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন নর্থ সাউথ সিড (লাল তীর সিড) লিমিটেডের পরিচালক তাবিদ এম আউয়াল।

এম আনিস উদ দৌলা এর আগে তিন মেয়াদে মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং চার মেয়াদে বাংলাদেশ এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্রেব) এর পরিচালক ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি হজযাত্রী প্রতিস্থাপন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নিষেধাজ্ঞা
X
Fresh