• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দুর্বল ব্যাংকগুলোকে এক করতে নীতিমালা হচ্ছে : এসকে সুর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ১৫:২৮

দুর্বল ব্যাংকগুলোকে এক (মার্জার) করার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করছে। বললেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে মার্জারবিষয়ক কর্মশালা’তে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এসকে সুর চৌধুরী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে মার্জার ব্যবস্থা চালু রয়েছে। এটি নতুন কিছু নয়। মার্জার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক দুই ব্যাংকের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখবে।

তিনি বলেন, মার্জারের ক্ষেত্রে দুই ধরনের মার্জার হয়। প্রথমত একটি দুর্বল ব্যাংক একটি সবল ব্যাংককে মার্জারের প্রস্তাব করবে। দ্বিতীয়ত একটি দুর্বল ব্যাংক অপর একটি দুর্বল ব্যাংককে মার্জারের প্রস্তাব করবে।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, বিআইবিএমের অধ্যাপক ইয়াসিন আলী ও অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী প্রমুখ।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদ্যুৎ ও গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় টিআইবির উদ্বেগ 
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
X
Fresh