• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ।

মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এনএলআই মিলনায়তনে ৩২তম বার্ষিক সাধারণ সভায়(এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি।

এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা জামান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এ নাসেরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ন্যাশনাল লাইফের বীমা তহবিল ৩৯ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২৫১ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময়ে তা ২৭ কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা বেড়ে হয়েছিল ৩ হাজার ১৪৮ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮২ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৫৩ দশমিক ৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪০ দশমিক ৪৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৬ দশমিক শূন্য ৪ শতাংশ শেয়ার।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি
X
Fresh