আরটিভি অনলাইন রিপোর্ট
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২২
গরুর চামড়া ৫০, খাসি ২০ টাকা নির্ধারণ

কোরবানি ঈদে পশু চামড়ার দাম নির্ধারণ করল বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫০ আর ঢাকার বাইরে ৪০ টাকা। খাসি লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২০ ও বকরির ১৫ টাকা।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এই মূল্য নির্ধারণের কথা জানিয়েছে বিটিএ।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিটিএ’র সভাপতি শাহীন আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দরপতন হয়েছে। গেল বারের কেনা চামড়ার ৩০ শতাংশ এখনো মজুদ রয়েছে। সবকিছুর ওপর ভিত্তি করেই এই মূল্য ঠিক করা হলো।
ডিএইচ/