• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

রামবুটান চাষ করে ভাগ্য ফিরলো জামালের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৫

সুস্বাদু রামবুটান ফল চাষ করে সাফল্যের মুখ দেখেছেন নরসিংদীর শিবপুরের কৃষক জামাল উদ্দিন। ফলটি বিদেশি হলেও দিন দিন বাড়ছে এর আবাদ।

জীবিকার তাগিদে কাজের সন্ধানে প্রথমে মালয়েশিয়া পরে ব্রুনাই যান কৃষক জামাল উদ্দিন। ব্রুনাই থেকে ২০০৬ সালে দেশে ফেরার সময় এক কেজি রামবুটান ফল নিয়ে আসেন তিনি। ফলের বীজ রোপণের পর সাতটি গাছ বেড়ে ওঠে। এরপর ২০১২ সালে গাছগুলোতে প্রথম কিছু ফল আসা শুরু করে।

তবে এখন প্রতি বছরই বাড়ছে এ ফলের পরিমাণ। এ বছর কয়েক লাখ টাকার রামবুটান বিক্রি করেছেন বলে জানান জামাল। বাজারে প্রতি কেজি রামবুটান বিক্রি হচ্ছে ৮শ’থেকে ১হাজার টাকায়।

জামালের সাফল্য দেখে স্থানীয় অনেক চাষিরাই এখন রামবুটান চাষে আগ্রহ দেখাচ্ছেন।

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক লতাফত হোসেন জানান, এখানকার মাটি ও আবহাওয়া রামবুটান চাষে উপযোগী হওয়ায় ফলটি চাষে বিপ্লব ঘটানো সম্ভব।

এছাড়া প্রয়োজনীয় সহায়তা ও দিক নির্দেশনা পেলে কৃষি অর্থনীতিতে ফলটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছে কৃষি বিভাগ।

তবে সম্ভাবনাময় রামবুটান চাষে ঋণ সহায়তার দাবি সংশ্লিষ্টদের।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh