• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কয়লা উত্তোলনের বিষয়ে ভাবছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৩ ডিসেম্বর ২০২২, ২৩:৪৫
ফাইল ছবি

উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরকার দেশীয় খনিগুলো থেকে কয়লা উত্তোলনের বিষয়ে ভাবছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, কয়লা উত্তোলনের বিষয়ে মন্ত্রণালয় একটি সিদ্ধান্তে পৌঁছেছে। প্রধানমন্ত্রীকে অবহিত করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সমন্বিত বিদ্যুৎ জ্বালানি মাস্টারপ্ল্যান সংক্রান্ত যৌথসভায় তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, দামের বিষয়টি এনার্জি রেগুলেটরি কমিশনের ওপর নির্ভর করবে। তারা যদি বিবেচনা করে দাম বাড়ানোর প্রয়োজন নেই, তাহলে বাড়বে না। আমরা গ্রাহক পর্যায়ে দাম সহনীয় রাখার চেষ্টা করছি। তবে আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির প্রভাব সারাবিশ্বে পড়েছে। পাইকারি দাম বেড়েছে, সেখানেও বিপুল পরিমাণ ভর্তুকি রয়েছে। আমরা ভর্তুকি থেকে বের হতে চাই।

তিনি বলেন, জ্বালানি তেলের দামের বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে বলা হয়েছে। তারা যাচাই করে দেখছে।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা- জাইকা আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন নয় : নসরুল হামিদ
X
Fresh