• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কমেছে

আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২২, ১৮:৩৮

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অন্তত ১ মার্কিন ডলার কমেছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম কমার পেছনে কাজ করেছে কোভিড নিয়ন্ত্রণে চীনের সিদ্ধান্ত। গত সপ্তাহের শেষ দিকে চীনের কর্মকর্তারা কোভিড নিয়ন্ত্রণে জিরো নীতি প্রয়োগের বিষয়টি অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন। চীনের এমন সিদ্ধান্তে তেলের চাহিদা বাড়ার যে আশা করা হচ্ছিল সেই আশা বর্তমানে ভঙ্গ হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে তেলের বাজারের এ পতন তুলে ধরা হয়।

প্রতিবেদনে তুলে ধরা হয়, ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত) দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য ৯ শতাংশ কমে ৯৭ দশমিক শূন্য ৮ ডলারে নেমে আসে। এর আগে দাম রেকর্ড পরিমাণ কমে ৯৬.৫০ ডলার ছুঁয়েছিল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৬ সেন্ট অথবা এক শতাংশ কমে ৯০ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়।

চীনে করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার যখন পরিকল্পনা চলে তখনই তেলের বাজার ঊর্ধ্বমুখী দেখা যায়। সোমবার দুই বেঞ্চমার্কেরই দাম বেড়ে আগস্টের পর সর্বোচ্চ হয়।

সিএমসি মার্কেট বিশ্লেষক টিনা টেং ড জানান, বিশ্বজুড়ে মন্দার ঝুঁকি বাড়ছে। বাজারে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির দিকেও নজর রাখছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো অন্যদিকে তেলের দামের উত্থান-পতন ঘটছে। তা ছাড়া মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির বিষয়টিও তেলের বাজারে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
X
Fresh