• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এবার ডিএসইর সিটিওকে বাধ্যতামূলক ছুটি 

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২২, ২২:০৪
এবার, ডিএসইর, সিটিওকে, বাধ্যতামূলক, ছুটি,  
ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কারিগরি ত্রুটির ঘটনায় তদন্তের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে ছুটিতে থাকতে হবে।

সোমবার (৩১ অক্টোবর) বিএসইসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।

তিনি বলেন, ডিএসইর বিনিয়োগকারীদের নিরবচ্ছিন্ন লেনদেনে সেবা দিতে ব্যর্থ হওয়ায় আজকের কমিশন সভায় সিটিও মো. জিয়াউল করিমকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আদেশ জারি করে তা ডিএসইতে পাঠানো হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে।

এছাড়া ডিএসইর আইটি বিভাগকে ঢেলে সাজানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মুখপাত্র রেজাউল করিম।

গত ২৪ অক্টোবর কারিগরি ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে বিঘ্ন ঘটে। পরে এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
সাপ্তাহিক ২ দিন ছুটিসহ চাকরি, লাগবে না অভিজ্ঞতা
দীর্ঘ ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলল আজ
X
Fresh