• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুঁজিবাজারে বড় দরপতন

আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২২, ২২:০৩

বিশ্ব অর্থনীতির যখন দুরবস্থা চলছে, দেশে তখন চলছে মন্দা। ঠিক তখনি পুঁজিবাজারের কারসাজিতে জড়িতদের শাস্তি চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এতে বিনিয়োগকারীরা শঙ্কায় পড়ে গেছে। দেশের বাজারে শেয়ারের দাম কমতে পারে ভেবে গত কয়েক দিনে বিক্রির চাপ বেড়েছে। সেই ধরায় সোমবার ৩৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শতাধিক কোম্পানির শেয়ারের কোনো ক্রেতাই পাওয়া যায়নি। ঈদের পর টানা পাঁচ কর্মদিবস পুঁজিবাজারে দরপতন হলো।

সপ্তাহের দ্বিতীয় দিনে ব্যাংক-বিমা আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি এবং প্রকৌশলসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমতে দেখা গেছে। আর তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক হারিয়েছে ৮৭ পয়েন্ট। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৪২ পয়েন্ট। তাতে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে ৫ হাজার ৮১০ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার টাকা।

গত রোববার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহর নেতৃত্বে মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেট সহায়তা দিতে দেশের পুঁজিবাজার কারসাজিতে জড়িতদের শাস্তি চেয়েছে আইএমএফ। এ ছাড়াও খেলাপি ঋণ কমিয়ে আনতে পরামর্শ দিয়েছে সংস্থাটি। ব্যাংক খাতে বিশেষ করে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে আইনি সংস্কারের পরামর্শও দিয়েছে তারা। বৈঠকে খেলাপি ঋণের হিসাব পদ্ধতি সংশোধন ও খেলাপি ঋণের তথ্য গোপন করার বিষয়টি নিয়ে আইএমএফ দিকনির্দেশনা দেয়।

ডিএসইর তথ্য সূত্রে, সোমবার ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা বেশি থাকার মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। এতে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলে। ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ১৩ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ২২৬টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৩৫৮টির, ১২টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।

আগের দিনের চেয়ে ডিএসইর প্রধান সূচক ৮৭ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৬ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১৬ দশমিক ৬১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৩১ দশমিক ৭২ পয়েন্ট। ৫ হাজার ৮১০ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার টাকা পুঁজি হারিয়েছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেল্টা লাইফ কোম্পানির শেয়ার। তারপর বেক্সিমকোর শেয়ার, ফরচুন সুজ, গ্রামীণফোন, ওরিয়ন ইনফিউশন, কেডিএস এক্সেসরিজ, তিতাস গ্যাস, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো, ওরিয়ন ফার্মা এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড কোম্পানি।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
X
Fresh