• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চিটাগং স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তন

আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২২, ২১:৩০
ছবি : সংগৃহীত

চিটাগং স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে। কোম্পানি আইন, ১৯৯৪ (দ্বিতীয় সংশোধনী ২০২০) অনুযায়ী জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম চিটাগং স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

সিএসই এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ এপ্রিল চিটাগং স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে।

চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নাম পরিবর্তন করে ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’ রাখা হয়েছে। বুধবার এক্সচেঞ্জটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যমান কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধন করে জাতীয় সংসদে কোম্পানি (সংশোধন) আইন, ২০২০ পাস করা হয়েছে। ওই সংশোধিত আইনের ধারা ১১(ক)(ক) অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে ‘লিমিটেড’-এর পরিবর্তে ‘পিএলসি’ শব্দ ব্যবহার করতে হবে।

এর আগে চিটাগং স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানি (সংশোধন) আইন, ২০২০ এর বিধান অনুসারে চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নাম পরিবর্তন করার জন্য একটি বিশেষ রেজুলেশন অনুমোদন করেন। এ জন্য প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক ধারাগুলো সংশোধন করা হয়েছে আগেই।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
বেটিং কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মালান!
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
X
Fresh