• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ : এডিবি

আরটিভি নিউজ

  ০৬ এপ্রিল ২০২২, ১৩:৪৫
চলতি, অর্থবছরে, প্রবৃদ্ধি, হবে, ৬.৯, শতাংশ, এডিবি,
ফাইল ছবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, চলতি অর্থবছর (২০২১-২২) শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হবে। এ ছাড়া ২০২২-২০২৩ অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ১ শতাংশ বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ে এডিবির ঢাকা কার্যালয়ে ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০১৮’র এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

এডিবি বলছে, সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি আয়ের ধারাবাহিকতায় এ প্রবৃদ্ধি হবে।

তবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ ও বাজারে অস্থিরতার কারণে আগামী দুই অর্থবছর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে মূল্যস্ফীতি বেশি হবে বলেও সতর্ক করেছে এডিবি।

সংস্থাটি বলছে, ২০২২ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে হবে ৬ শতাংশ। আন্তর্জাতিক বাজারে খাদ্য ও ভোগ্যপণ্য, গ্যাস ও তেলের দাম বেড়ে যাওয়ায় এ মূল্যস্ফীতি হবে।

এডিবির তথ্যমতে, করোনার ধাক্কা সামলে অর্থনীতি পুনরুদ্ধারে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। এর পেছনে সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজ, সাপোর্টিভ ফিসক্যাল পলিসি, প্রবাসী আয়ের ওপর প্রণোদনা এবং সঠিক মুদ্রানীতি নিয়ামক হিসেবে কাজ করেছে।

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আইএমএফ
মূল্যস্ফীতি বেড়ে ৯.৮১ শতাংশ
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি, আরও সহায়তার প্রতিশ্রুতি
‘আর্থিক খাতের দুর্বলতা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত করছে’
X
Fresh