• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঋণ খেলাপিতে ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ হারালেন রিক হক সিকদার

আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২১, ২২:১১
রিক হক সিকদার

নিজের ঋণ খেলাপির কারণে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পদ হারিয়েছেন রিক হক সিকদার। রোববার (২৭ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে ন্যাশনাল ব্যাংকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৮ জুন) পদ ফেরত পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার ভাই রন হক সিকদার। তাকে আশ্বস্ত করা হয় নিয়মিত ঋণ পরিশোধ করলে রিক হককে পরিচালক পদ ফিরিয়ে দেওয়া হবে।

জানা যায়, ২০২০ সালের ১২ অক্টোবর ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় রিক হক সিকদার পদত্যাগ করে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত হন। তবে নতুন করে পরিচালক পদে থাকার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন নেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংককে তাগাদা দেয়। ব্যাংকটি রিক হক সিকদারকে পরিচালক করার প্রস্তাব পাঠালে কেন্দ্রীয় ব্যাংক তার ঋণের মান যাচাই করে। এতে বেরিয়ে আসে যে রিক হক সিকদার ঋণখেলাপি হয়ে পড়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ঋণখেলাপি হওয়ায় রিক হকের পরিচালক পদের নিয়োগ অনুমোদন সম্ভব হয়নি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইউসিবির সঙ্গে একীভূত করা হচ্ছে ন্যাশনাল ব্যাংক
‘বান্দরবানে যৌথ অভিযান পরিচালনা হবে’
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
জলদস্যুর হামলা : সমুদ্রে জাহাজ পরিচালনায় নতুন নির্দেশনা
X
Fresh