Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

মার্কেন্টাইল ব্যাংকের চারটি উপ শাখা উদ্বোধন

ছবি- আরটিভি নিউজ।

ব্যাংকিং সেবা আরও সহজ ও সমৃদ্ধ করতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড চারটি উপ শাখার উদ্বোধন করেছে। এ নিয়ে ব্যাংকটির উপশাখার সংখ্যা দাঁড়ালো নয়টি। এছাড়া সারা দেশে ব্যাংকটির শাখা ১৫০ টি এবং এটিএম বুথের সংখ্যা ১৮৬ টি।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে মতিঝিল ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে, ঢাকার দক্ষিণ খান, তুরাগ বাউনিয়া, চাঁদপুরের ফরিদগঞ্জ চান্দ্রা বাজার ও নোয়াখালীর বেগমগঞ্জ গোপালপুর বাজার উপ শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক আকরাম হোসেন হুমায়ুন, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর চেয়ারম্যান এম এ খান বেলালসহ মার্কেন্টাইল ব্যাংকের উর্ধবতন কর্মকর্তারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

এ সময় গ্রাহকদের আস্থা ধরে রেখে ভবিষ্যতে আরো শাখা-উপ শাখা বাড়ানোর আশ্বাস প্রদান ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা।

এসকে/এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS