• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আশুগঞ্জ সার কারখানা বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৭, ১৯:৩২

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধের কারণে সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সার উৎপাদন বন্ধ হয়।

আশুগঞ্জ সার কারাখানা বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

কারখানা পুরো মাএায় চালু রাখতে দরকার পড়ে ৪৮ থেকে ৫২ এম এম সি এফ গ্যাস। বর্তমানে কারখানায় ৩২ হাজার মেট্রিকটন সার মজুদ রয়েছে।

শ্রমিকরা জানান, গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রতিবছর অন্তত ৫ থেকে ৬ মাস কারখানার উৎপাদন বন্ধ থাকছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকাতে অধিকাংশ যন্ত্রাংশই মরিচা ধরে ক্রটি দেখা দেয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও নানা যন্ত্রাংশে ক্রটির কারণে উৎপাদন শুরু করতে সময় লাগে অন্তত কয়েক মাস।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান জানান, গেলো শনিবার বাখরাবাদ গ্যাস কতৃপর্ক্ষ কারখানা বন্ধ রাখতে চিঠি দেয়। সেই চিঠির প্রেক্ষিতে সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ফলে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা তারা জানাননি।

পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই। চলতি অর্থ বছরে কারখানা থেকে ৮০ হাজার মেট্রিকটন সার উৎপাদন হয়েছে।

আর/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, থাকছে বাড়ি-গাড়ির সুবিধা
আশুগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
X
Fresh