• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৈয়দ আব্দুল বারীকে এমডি হিসেবে চায় ন্যাশনাল ব্যাংক

আরটিভি নিউজ

  ২৭ এপ্রিল ২০২১, ১২:৩২
ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আব্দুল বারী
ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আব্দুল বারী

ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ শাহ সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পর্ষদের এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে ভার্চুয়ালি এ সভায় ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদারের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালকরা অংশগ্রহণ করেন।

সভায় নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা শুরু হলে পর্ষদের সবাই ভারপ্রাপ্ত এমডি শাহ্ সৈয়দ আব্দুল বারীকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেন। এরপর এটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হয়।

ব্যাংকটির এমডি পদ শূন্যতার তিনমাস শেষ হচ্ছে আগামীকাল বুধবার (২৮ এপ্রিল)। তার আগেই এ পদের নিয়োগের সিদ্ধান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে নাম পাঠালো ন্যাশনাল ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পদ শূন্য হওয়ার তিনমাসের মধ্যে এমডি নিয়োগ দিতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারে। এ পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের আগে এমডি নিয়োগের এজেন্ডা নিয়ে ভার্চুয়ালে জরুরি বোর্ড সভা ডাকেন ব্যাংকটির চেয়ারম্যান।
পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইউসিবির সঙ্গে একীভূত করা হচ্ছে ন্যাশনাল ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের টাকা ধার করে চলছে ইসলামী ব্যাংক 
X
Fresh