• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিম চালু করলো কেন্দ্রীয় ব্যাংক

আরটিভি নিউজ

  ১০ আগস্ট ২০২০, ১০:১৩
Bank, saving account,
ফাইল ছবি

বিদেশে বসবাসরত বাংলাদেশিরা দেশের ব্যাংকে অর্থ সঞ্চয় করতে পারবেন। মাসিক ও ত্রৈমাসিক কিস্তিতে তারা সঞ্চয়ী হিসাবে টাকা জমা রাখতে পারবেন। দেশের প্রয়োজনে এসব হিসাবের বিপরীতে ঋণ সুবিধাও মিলবে। আবার এসব হিসাব থেকে বিদেশে টাকা নিতে চাইলে ইতিবাচকভাবে বিবেচনা করবে কেন্দ্রীয় ব্যাংক। আগে প্রবাসীরা ব্যাংক হিসাব খোলার পাশাপাশি বন্ডে বিনিয়োগ করতে পারতেন। তবে এর আগে সঞ্চয় স্কিমে টাকা জমা রাখার সুযোগ ছিল না।

বাংলাদেশ ব্যাংক গতকাল (৯ আগস্ট) এ সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে দেশের ব্যাংকগুলোকে প্রবাসীদের জন্য নতুন এ স্কিম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখার (এডি) পাশাপাশি প্রবাসী আয় বিতরণ করে শাখাগুলোও এসব হিসাব খুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

দেশে প্রবাসীদের জন্য তিন ধরনের সঞ্চয় বন্ড চালু রয়েছে। এগুলোতে কেবল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে, নতুন নির্দেশনায় এখন স্থানীয় মুদ্রা টাকায়ও বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।

এর ফলে প্রবাসীরা বিদেশের পরিবর্তে দেশেই সঞ্চয়ে আগ্রহী হবেন বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। প্রবাসী আয় বাড়ার পাশাপাশি যদি যে কোনও সমস্যায় প্রবাসী দেশে ফিরলে যাতে টিকে থাকতে পারে, এ জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) চেয়ারম্যান তাসনিম সিদ্দিকী বলেন, আমি কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানাই। এই সিন্ধান্তের ফলে বিদেশে যারা স্বল্প আয় করেন, তারাও সঞ্চয়ের সুযোগ পেল। এটার খুব প্রয়োজন ছিল।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, প্রবাসীরা সঞ্চয় স্কিমে টাকা রাখতে পারবে। এর মেয়াদ হবে এক বছর বা তারও বেশি। বিদেশে যাওয়ার আগে কোনও জমা ছাড়াই এসব হিসাব খোলা যাবে। এসব হিসাবে টাকা জমা দেওয়া যাবে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে। বিদেশ থেকে ডলার আসার পর এসব হিসাবে টাকা জমা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বেশ কিছু ভাবে এসব হিসাবে টাকা জমার সুযোগ রেখেছে । এর মধ্যে রয়েছে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে কিংবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স। প্রবাসীরা দেশে বেড়াতে আসার সময় তার সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা রাখতে পারবে এই হিসাবে। এ ছাড়া প্রবাসীদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি নগদায়নের মাধ্যমে সঞ্চয় স্কিমে অর্থ জমা করা যাবে।

এসএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
X
Fresh