• ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
অন্তরঙ্গ সম্পর্কের পর পালিয়েছেন প্রেমিক, অতঃপর....
নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর সেপটিক ট্যাংক থেকে মারুফ হোসেন নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি বাজারের একটি সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।  মরদেহ উদ্ধার হওয়া মারুফ হোসেন তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদরাসার ছাত্র। মরদেহ উদ্ধার অভিযান চলাকালে প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন বিপিএম জানান, গত ৫ তারিখে তাড়াশ উপজেলার মাধাইনগড় ইউনিয়নের ঝরঝুরি বাজার থেকে মাদরাসা ছাত্র মারুফ হোসেন নিখোঁজ হওয়ার পরদিন তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি ও র‌্যাব-১২ হেডকোয়ার্টারে অভিযোগ করেন নিখোঁজ ছাত্রের বাবা। অভিযোগ পাওয়ার পর দফায় দফায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেনকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে বলে জানান তারা। র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হাসান বিপিএম আরও জানান, মাদরাসা ছাত্র কিশোরকে অপহরণ করার পর থেকে তার বাবার নিকট মুক্তিপণ দাবি করা হয়েছিল, এমনকি তাকে হত্যা করার পরও মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাটি ব্যাপক তদন্ত করা হচ্ছে।
স্বামী-স্ত্রীকে মারধর, বাঁচাতে গিয়ে হামলার শিকার পরিবার
শ্লীলতাহানির অভিযোগে সেই এএসআই ক্লোজড
তল্লাশির নামে আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগ
তুষি হত্যাকারীর ফাঁসির দাবীতে সহপাঠীদের মানববন্ধন
সিরাজগঞ্জের তাড়াশে মা-বাবা ও মেয়েকে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলার তাড়াশ পৌর এলাকার বাড়োয়ারি বটতলা এলাকায় নিহতদের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  নিহতরা হলেন তাড়াশ পৌর এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ দাস (৪৫), তার স্ত্রী স্বর্ণা দাস (৪০) ও তাদের মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তুষি দাস (১৫)। তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম বলেন, সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা এলাকার বারোয়ারী বটতলা মহল্লায় বিকাশ দাসের বাড়িটি রোববার থেকে তালাবদ্ধ ছিল। কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বিকাশ, তার স্ত্রী ও তার মেয়ে তুষির। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ ছিল। সন্দেহ হলে পুলিশকে জানায় স্বজনরা। গভীর রাতে রুমের তালাভেঙে প্রবেশ করে তাদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
হঠাৎ নারী থেকে পুরুষ, এলাকায় চাঞ্চল্য!
সিরাজগঞ্জের তাড়াশে তমা সরকার (১৮) নামে এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তরিত হয়েছে। এ সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে তাকে দেখতে প্রতিনিয়ত বাড়িতে লোকজন ভিড় করছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তমা সরকার উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌয়াড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে। বুধবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন তমা সরকার নিজে ও তার মা শিখা রানী।  তমা সরকার জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লজ্জা ও ভয়ে বিষয়টি নিজের মধ্যেই চাপা রাখেন। এভাবে তার বেশ কিছুদিন কেটে যায়। পরে তিনি রাজশাহীতে আলহাজ সুজা উদ-দৌলা সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি বলেন।  তমার বাবা সুধান্ন সরকার বলেন, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাস করে মেয়ে তমা। এসএসসি পাস করার পর রাজশাহীতে আলহাজ সুজা উজ দৌলা সরকারি কলেজে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করে। আর এ সময় তার সহপাঠী প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি আমাকে অবগত করে। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই। তমা মা শিখা রানী জানান, নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে তমা। একই সঙ্গে তার জীবনযাপন ও আচরণগত পরিবর্তন এসেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনো পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।  তমার চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমোনের কারণে এ রকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক বলেন, ঘটনাটি অনেকদিন আগে ঘটলেও বিষয়টি আজকে জানাজানি হয়েছে। আমি নিজেও বিষয়টি নিশ্চিত হয়েছি যে ঘটনা সত্য।
তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সিরাজগঞ্জের তাড়াশে নসিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকা মুগবেলাই গ্রামের সাইদুর রহমান (৪৫) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৪৮)। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. এম এ ওয়াদুদ জানান, বিকেলের দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮নং ব্রিজ এলাকায় নসিমন ও একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক সাইদুর রহমান ও অজ্ঞাত পরিচয়ের যাত্রী এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও জানান, এ সময় নসিমনের চালক পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে।