• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo
ভোমরা স্থলবন্দরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘটের সিদ্ধান্ত
সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান হলেন যারা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ মেহেদী হাসান সুমন ও শ্যামনগরে সাইদুজ্জামান সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার‌ (৮ মে) রাতে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে,  কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩৪৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য বিদায়ী চেয়ারম্যান সাঈদ মেহেদী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৯শ’ ৪৫ ভোট। ৭৯টি কেন্দ্রের সবক’টি কেন্দ্রের ফলাফলে এ তথ্য জানা গেছে।   অন্যদিকে, শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৯২ টি ভোট কেন্দ্রে সাইদুজ্জামান সাঈদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৩৫১ ভোট , তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা বাংলা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৩৭৪ ভোট।
ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইকে হত্যা
আম ক্যালেন্ডার প্রকাশ, কখন পাবেন কোন আম
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
সাতক্ষীরা স্বামীকে ভিডিও কলে রেখে ইরানী আফরোজ তানু (২৭) নামের এক বিউটি শিয়ান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৪ এপ্রিল) শহরের কামালনগরের ভাড়া বাড়ির নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। তিনি পলাশপোল সবুজবাগ এলাকার হান্নান গাজীর মেয়ে। জানা গেছে, গত মাসে কামালনগর দক্ষিণপাড়ার এই ভাড়া বাড়িতে ওঠেন ইরানী। সাতক্ষীরা শহরে তিনি একটি বিউটি পার্লার চালাতেন। বিভিন্ন বিষয়ে ওই দম্পত্তির সঙ্গে কলহ লেগেই থাকত। এদিন দুই সন্তানকে বাইরে রেখে এসে বাড়ি এসে দ্বিতীয় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ইরানী। এরপর স্থানীয়রা তা জানতে পেরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার তদন্ত (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।   
সাতক্ষীরা মেডিকেলে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরা মেডিকেল কলেজে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। সোমবার (১ এপ্রিল) দুপুরে কলেজ চত্বরে ঘটে এ ঘটনা। এতে মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি প্রিন্স সাহাসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান। তিনি বলেন, আমরা দু’পক্ষকে নিয়ে বসেছি। আশা করছি শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে।   ছাত্রলীগ সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে শোডাউন ও ভাঙচুরের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ ২৭ মার্চ ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের ইন্টার্নশিপ দুমাসের জন্য স্থগিত করে। পরে ২৯ মার্চ সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আব্দুল মুহিতকে সভাপতি ও তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়।  কমিটি ঘোষণার পর থেকেই মুখোমুখি অবস্থানে ছিলেন দু’গ্রুপের নেতাকর্মীরা। একপর্যায়ে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সভাপতি আব্দুল মুহিত ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেন অপর গ্রুপের নেতাকর্মীরা। আজ দুই পক্ষই ক্যাম্পাসে অবস্থান নেয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।   এ ব্যাপারে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. আজমল হোসেন বলেন, নেতৃত্বের দ্বন্দ্ব নিয়ে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে যায়।
ঝুলন্ত স্ত্রীকে নামিয়ে একই রশিতে স্বামীর আত্মহত্যা
সাতক্ষীরায় ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে ঝুলে থাকা স্ত্রীকে বাঁচিয়ে নিজেই আত্মহত্যা করেছেন সোহেল রানা (২৫) নামে এক যুবক। সোমবার (১৮ মার্চ) দুপুরে পৌরসভার ঝুটিতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। সোহেল রানা শ্যামনগর উপজেলার খুটিকাটা গ্রামের মহসীন আলীর ছেলে। জানা গেছে, ঘের ব্যবসায়ী সোহেল ও রুপা খাতুন এক ছেলের মা-বাবা। তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। সোমবারও একই ঘটনা ঘটে। ঝগড়ার পর স্ত্রীকে রেখে বাইরে যান সোহেল। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে ফাঁস নিয়েছেন। স্ত্রীকে নামিয়ে মৃত মনে করে সোহেল রানাও সেই ফ্যানে একই রশিতে ফাঁস দেন। এরপর প্রতিবেশীরা দম্পতিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। রুপা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রুপা খাতুনের মা মঞ্জুয়ারা খাতুন বলেন, হাসপাতালে আমার মেয়ে রুপা খাতুনের জ্ঞান ফিরেছে। এখন সে মোটামুটি ভালো আছে। জামাই সোহেলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজছাত্রের মৃত্যু
সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মার্চ) ভোরে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। এ ছাড়া একই গ্রামের তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষকে (১৯) আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটি অনুষ্ঠানে যোগ দেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে রওনা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী। তিনি বলেন, আজ ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খেয়ে ২ শিক্ষার্থী মারা গেছেন। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভোমরা এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি গঠন
ভোমরা স্থলবন্দর এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বিগত কমিটি বিলুপ্ত করে রামকৃষ্ণ চক্রবর্তীকে সভাপতি ও ওহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।   বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ভোমরা স্থলবন্দরের এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে শনিবার (২ মার্চ) বিকাল তিনটায় সহ-সভাপতি অহিদুল ইসলামের সভাপতিতে সাধারণ সভা শুরু হয়। পত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সম্মতিতে বিগত কমিটি বিলুপ্ত করে দ্বিতীয়াধে পুনরায় সভা শুরু হয়। দ্বীতীয়াধের সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবু হাসান। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়ার সহ-সভাপতি পদে আসাদুর রহমান,সহ সভাপতি রিয়াজুল হক,ও আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ পদে সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পদে মো. মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে কিনু বিশ্বাস, অর্থ সম্পাদক পদে আসাদুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে মো. খোরশেদ আলম, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন (মন্টু),বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মো. আশরাফুর রহমান (খোকন মাস্টার), ক্রীড়া সম্পাদক পদে পঙ্কজ দত্ত, প্রচার সম্পাদক পদে মো. আনারুল ইসলাম (আনার), সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সবুর, মো. আবু হাসান, মোস্তাফিজুর রহমান নাসিম, মো. মিজানুর রহমান, মো. আক্তার হোসেন (পানি ডাক্তার) নির্বাচিত হয়েছেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ও ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার আশ্বাস ব্যক্ত করেন।
ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে বিএসএফ সদস্য নিহত, বাংলাদেশ সীমান্তে পড়েছিল মরদেহ
সাতক্ষীরা সদরের দক্ষিণ হাড়দ্দহ সীমান্তে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে এক ভারতীয় বিএসএফ সদস্য নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সীমান্তের ইছামতি নদীতে টহলকারী ট্রলার ডুবে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। নিহত বিএসএফ সদস্যের নাম রিয়াজুল ইসলাম (৩০)। তিনি বাহিনীটির সৈনিক পদে কর্মরত ছিলেন। ১৭ বিজিবির শাখরা টাউন শ্রীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবর রহমান জানান, রাতে আকস্মিক ঘূর্ণিঝড় ও প্রচুর বৃষ্টিপাত হয়। ওই সময়ে নদীতে ভারতীয় বিএসএফের একটি টহলকারী ট্রলার অবস্থান করছিল। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। রাতেই বিএসএফ অভিযান করে ট্রলারের মাঝিকে খুঁজে পায়। তবে একজন সৈনিক নিখোঁজ ছিলেন। নদীতে তখন জোয়ার ছিল। তিনি আরও বলেন, সকালে ভাটার সময় নিখোঁজ ট্রলার ও বিএসএফ সৈনিকের মরদেহ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ হাড়দ্দহ বালুরচরে পড়ে থাকতে দেখা যায়। তখন ভারতীয় বিএসএফ উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহটি নিয়ে যায়। বিএসএফের কাছে থাকা অস্ত্র উদ্ধার হলেও একটি ওয়্যারলেস পাওয়া যায়নি।