logo
  • ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭

শরীয়তপুরে আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ
|  ২২ জুলাই ২০২০, ১৪:১১ | আপডেট : ২২ জুলাই ২০২০, ১৫:০৫
Shariatpur
ছবি সংগৃহীত
শরীয়তপুরে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৫৪ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ২১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ছয়জন।

এছাড়া জেলায় বর্তমানে সক্রিয় করোনা পজিটিভ রোগী আছেন ২২৩ জন। এদেরকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১৭ জন, জাজিরা উপজেলায় চারজন, নড়িয়া উপজেলায় আটজন, ভেদরগঞ্জ উপজেলায় তিনজন, ডামুড্যা উপজেলায় দুইজনসহ জেলায় গেল ২৪ ঘণ্টা করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৪ জন।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ছয় হাজার ২৫০ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ছয় হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ৯৫৪ জন। এছাড়া জেলায় সর্বমোট সুস্থ হয়েছে ৭২৫ জন রোগী।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ্ আল-মুরাদ।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৭৪৫২৫ ১৫৭৬৩৫ ৩৬২৫
বিশ্ব ২১৩৮৩৯৭৯ ১৪১৬৬৫৯১ ৭৬৪০৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়