logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসকে ছয় মাসের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ
|  ২২ জুলাই ২০২০, ০৯:১০ | আপডেট : ২২ জুলাই ২০২০, ০৯:৫৬
Fake doctor
ছবি সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় পলাশ কান্তি সাহা (৪০) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিংয়ের একটি কক্ষে চক্ষু রুগীদের চিকিৎসা দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিক অভিযান চালিয়ে ওই ডাক্তারকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ভুয়া চক্ষু চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

ভুয়া চক্ষু চিকিৎসক পলাশ কান্তি সাহা পিরোজপুরের শারিক তলা ইউনিয়নের ডুমুর তলা গ্রামের হরিদাস সাহার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিং এর একটি কক্ষে প্রতি সপ্তাহের মঙ্গলবার ভুয়া চক্ষু চিকিৎসক পলাশ কান্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে  চক্ষু রুগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। এ খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে ওই ভুয়া চিকিৎসক পলাশ কান্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। তিনি আরও জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়