logo
  • ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২০, ৩০ শ্রাবণ ১৪২৭

ফরিদপুরের পদ্মার পানি বিপদসীমার ৮৩ ওপরে

স্টাফ রিপোর্টার, আরটিভি নিউজ
|  ১৬ জুলাই ২০২০, ১৮:৪৫ | আপডেট : ১৬ জুলাই ২০২০, ১৯:২৪
Danger Padma Faridpur
ছবি সংগৃহীত

উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুরের পদ্মায় দ্বিতীয় দফা লাফিয়ে লাফিয়ে বাড়ছে পানি। গেল ২৪ ঘণ্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যা বিপদসীমার ৮৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে জেলার নদ-নদীর পানিও বেড়েছে। জেলায় চার উপজেলার ২০টি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম থেকে শহরের আসা সড়ক । এদিকে গত দুই দিনে চরভদ্রাসন ও বোয়ালমারীতে সাপে কেটে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, এবারের পানি বৃদ্ধির হার যোকোনো সময়ে চেয়ে বেশি। বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানান,  আমরা জেলার নিম্নাঞ্চলের আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি। এছাড়া পর্যাপ্ত শুকনা খাবার প্রস্তুত রয়েছে। দুর্গতরা প্রয়োজন মনে করলে সেখানে আশ্রয় নিতে পারেন।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়