• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে আরও ১১০ জন করোনায় আক্রান্ত

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১১:৩৪
Rajshahi Medical
ছবি সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ল্যাবে মহানগরীর ৯৭ জনসহ জেলার ১১০ জনের দেহে করোভাইরাস শনাক্ত হয়েছে। আর পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন মোট ১৫ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস সোমবার রাতে জানান, রামেক হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে ৫৯ জন এবং মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে ৫১ জন মিলিয়ে রাজশাহী মহানগরীর ৯৭ জনসহ বাগমারার সাতজন, বাঘার দুইজন, দুর্গাপুরের দুইজন চারঘাটের দুইজন শনাক্ত হওয়ায় জেলার মোট ১১০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় নতুন ১১০ জন শনাক্ত হওয়ায় জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৯২ জন এর মধ্যে জেলায় সর্বোচ্চ রাজশাহী মহানগরে ১৪০৩ জন।

এদিকে সিভিল সার্জনের এনামুল হক জানান, রাজশাহী জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৯২ জন। এদের মধ্যে মহানগরীতে অবস্থান করছে ১৪০৩ জন। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৩৫, চারঘাটে ৩৫, পুঠিয়ায় ২১, দুর্গাপুরে ২৪, বাগমারায় ৪৬, মোহনপুরে ৫৮, তানোরে ৫৩, পবায় ৯৭ এবং গোদাগাড়ীতে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়।

তিনি আরও জানান, সোমবার পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৩৮ জন। এর মধ্যে মহানগরীতে ১৯৯ জন, বাঘা উপজেলায় ১০ জন, চারঘাট উপজেলায় ২০ জন, পুঠিয়া উপজেলায় ১২ জন, দুর্গাপুর উপজেলায় ছয়জন, বাগমারা উপজেলায় ১৬ জন, মোহনপুর উপজেলায় ৩২ জন, তানোর উপজেলায় ১৭ জন, পবা উপজেলায় ২০ জন গোদাগাড়ী উপজেলায় ছয়জন।

আর পর্যন্ত করোনায় রাজশাহী জেলায় মারা গেছেন রাজশাহী মহানগরীতে আটজন, চারঘাট দুই, পবায় তিনজন করে এবং বাঘা মোহনপুর একজন করে মোট ১৫ জন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
হাসপাতালে সৌদি বাদশাহ
‘তীব্র গরমে মেডিকেল কলেজের সাধারণ ক্লাস অনলাইনে’
রাজধানীতে চীনের মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
X
Fresh