• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ 

‘পানি আইলে আমরারে কেউ চিনে না’

আবেদ মাহমুদ চৌধুরী, সুনামগঞ্জ

  ১৩ জুলাই ২০২০, ২০:১১
'Nobody knows us when there is water'
ছবি সংগৃহীত

সুনামগঞ্জের শহরের কয়েকটি এলাকায় পানি কমলেও হাওরাঞ্চলের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ১১টি উপজেলাও ৪টি পৌরসভার কয়েক লাখ মানুষকে এখনো পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে রয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত জানান, এখনো পৌর এলাকার অনেক বাড়ি, দোকান, সড়ক পানির নিচে রয়েছে। তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও শাল্লা উপজেলার বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। দুই দিন ধরে জেলা সদরের সঙ্গে ৫টি উপজেলা বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বানের পানিতে তলিয়ে গেছে উপজেলাগুলোর অভ্যন্তরীণ গ্রামীণ সংযোগ সড়কও।