• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিকলী হাওরে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

তানভীর হায়দার, কিশোরগঞ্জ

  ১১ জুলাই ২০২০, ২১:৫২
The schoolgirl returned as a corpse while visiting Nikli Haor

কিশোরগঞ্জের নিকলীর হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৬) নামে নরসিংদীর এক স্কুলছাত্র মারা গেছেন।

আজ শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে বেড়িবাঁধ এলাকায় হাওরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। প্রায় এক ঘণ্টা পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করে।

নিহত মেহেদী হাসান নরসিংদীর শিবপুর উপজেলা সদরের মুজিবুর রহমানের ছেলে ও শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে মেহেদী তার ১০ বন্ধুকে নিয়ে নিকলীর হাওরে বেড়াতে আসে। তারা কেউ সাঁতার জানত না। বেড়িবাঁধ এলাকায় তারা টিউব ভাড়া নিয়ে হাওরের পানিতে গোসল করতে নামে। এ সময় মেহেদী, আল-আমিন ও রাব্বী একটি টিউব ধরে সাঁতার কাটছিল। একপর্যায়ে মেহেদী টিউব থেকে ছিটকে গিয়ে নিখোঁজ হয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ বেড়িবাঁধ এলাকার প্রায় ৩০-৪০ ফুট দূর থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে স্কুল ছাত্র মেহেদীর পরিবারের লোকজন নিকলীতে আসেন। পরে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার
X
Fresh