• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ২০:৩৮
Coronavirus, Feni, Civil Surgeon, Death
ডা. সাজ্জাদ হোসাইন। ফাইল ছবি।

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসাইন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন ফেনী স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মারা যান।

জানা গেছে, গত ১২ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ১৪ জুন তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই-ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। ১৯ জুন সিভিল সার্জনকে ঢাকায় পাঠানো হয়।

ডা. সাজ্জাদ হোসাইন ফেনী জেলার সদর থানার লেমুয়ার বাসিন্দা। সম্প্রতি পদোন্নতি নিয়ে ফেনীর সিভিল সার্জন হিসেবে যুক্ত হন। সদালাপী, মিষ্টভাষী, বিনয়ী হিসেবে তার পরিচিতি ছিল।

ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুতে শোক জানিয়েছেন ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ সুধিজন ও শুভাকাঙ্ক্ষীরা

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh