• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে আরও ৩২ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২০, ১০:৪৯
32 more people were affected by corona
ছবি সংগৃহীত

গেল ২৪ ঘণ্টায় শরীয়তপুরে নতুন করে আরও ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৬৮ জন। এছাড়া জেলায় নতুন করে ১৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫০ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ৮ জন, জাজিরা উপজেলায় ৮ জন, নড়িয়া উপজেলায় ৫ জন, ভেদরগঞ্জ উপজেলায় ২ জন, ডামুড্যা উপজেলায় ৭ জন, গোসাইরহাট উপজেলায় ২ জন রয়েছেন।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৫ হাজার ৫১১ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৩৫২ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ৬৬৮ জন এবং গেল ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। এছাড়া জেলায় সর্বমোট সুস্থ হয়েছে ৩৫০ জন রোগী।

শনিবার (৪ জুলাই ২০২০) সন্ধ্যা ৭টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন এস. এম আব্দুল্লাহ আল-মুরাদ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
আরও ১৫ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh