• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে মাটি কাটা নিয়ে সিএনজি চালককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২০, ১৫:৩৬
death CNG
ছবি সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজিচালিত এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করেছে একই বাড়ির লোকজন।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কেন্দুরবাগ গ্রামের খালপাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জয়দেব পোদ্দার। তিনি ওই এলাকার স্বপন পোদ্দারের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ আর রশীদ চৌধুরী আজ শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছুদিন আগে ইউনিয়ন পরিষদের অধীনে মাটি কাটার কাজ দেওয়ার কথা বলে সিএনজিচালক জয়দেবের স্ত্রীর ভোটার আইডি কার্ড নেন একই বাড়ির যুবরাজের মা মরু রাণী। কিন্তু আইডি কার্ড ও কাজ দেয়া নিয়ে অনেক তালবাহানা করে যুবরাজ ও তার পরিবার।

পরে জয়দেব জানতে পারেন তার স্ত্রীর আইডি কার্ড দিয়ে অন্য একজনকে মাটি কাটার কাজ দেয় মরু রাণীর ছেলে যুবরাজ।

এ নিয়ে গতকাল শুক্রবার দুপুরে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে যুবরাজ ও তার মা-বাবা জয়দেবকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা জয়দেবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার তিনজনকে আসামি করে মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh