• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০২০, ১২:৪০
জয়পুরহাট আটক গাঁজা
ছবি সংগৃহীত

জয়পুরহাটে আসবাবপত্র বহনকারী একটি পিক-আপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

শনিবার ভোরে কালাই উপজেলার পুনটের নান্দাইল দিঘী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

দুই মাদক বিক্রেতা হলেন-কুমিল্লার বুড়িচং উপজেলার চাঁনসার গ্রামের মৃত সামসুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩২), পাঁইকোঠা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে শিপন মিয়া(৩৫)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, আটক দুই মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিল। একটি পিক-আপে করে বিশেষ কায়দায় গাঁজা টাঙ্গাইল থেকে জয়পুরহাটে বিক্রির উদ্দেশে নিয়ে আসছিলেন। ভোর রাতে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আসবাবপত্র বহনকারী পিক-আপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

ক্যাম্প কমান্ডার আরও জানান, তারা দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে তারা ধরা পড়লো।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
২২ বছর পর হত্যা মামলার রায়, ১৯ আসামিকে যাবজ্জীবন
খনন করা পুকুরের মাটিতে মিলল কালো পাথরের মূর্তি
জয়পুরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh