• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে প্রতিদিনেই বাড়ছে করোনা রোগী

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২০, ১৪:২১
Corona
ছবি সংগৃহীত

প্রতিদিনই বাড়ছে নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বলেন, এর মধ্যে নড়াইল সদরে ১৪ জন , কালিয়ায় দুইজন ও লোহাগড়া উপজেলায় ১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট এ পর্যন্ত ২৫২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৮৮ জন, লোহাগড়ায় ১৩৯ জন ও কালিয়ায় ২৫ জন। এর মধ্যে ৮৮ সুস্থ হয়েছেন এবং সাতজন মারা গেছেন। এখন ১৫৭ জন পজেটিভ রয়েছে। আজ ১৮ টি নমুনা সংগ্রহসহ এ পর্যন্ত মোট এক হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, বাতিল ১৭৫ টিসহ মোট এক হাজার ৭৩৩ টি রিপোর্ট পাওয়া গেছে । ৪৪ টি নমুনা পেন্ডিং রয়েছে।

এ পর্যন্ত জেলায় এক হাজার ৮ ২৩জন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, ছাড়পত্র পেয়েছে এক হাজার ৮ ২০ জন। আইসুলেশনে রোগীর সংখ্যা ১৬৩ জন।হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
X
Fresh