• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

পাটকল বন্ধের প্রতিবাদে নোয়াখালীতে সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২০, ১৬:০৪
সমাবেশ পাটকল শ্রমিক
ছবি সংগৃহীত

সম্প্রতি রাষ্ট্রয়াত্ব পাটকল বন্ধ করে তা ব্যক্তি মালিকানায় দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে বাসদ (মাকর্সবাদী) কর্মসূচির আয়োজন করেন।

আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা কর্মসূচিতে বক্তব্য রাখেন, দলের জেলা আহ্বায়ক দলিলের রহমান দুলাল, কৃষক ফ্রন্টের সভাপতি তারকেশ্বর দেবনাথ এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাসদের (মাহাবুব) জেলা সভাপতি অ্যাডভোকেট শ্যামল কান্তি দে।

সময় বক্তারা বলেন, করোনায় যখন স্থবির পুরা দুনিয়া এবং নিম্নআয়ের মানুষ দিশেহারা, ঠিক তখন সরকার অমানবিক এক সিদ্ধান্ত নিয়েছে। স্বাধীনতার পর দেশে যতো সরকার এসেছে প্রত্যেকে বার বার পাটকল বন্ধ করার পায়তারা করেছে এবং অনেকগুলো বন্ধও করে দিয়েছে।

বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের সরকার দাবি করে তারাও নতুন করে দেশের সকল পাটকল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বক্তারা সরকারের এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানান। একই সঙ্গে সিদ্ধান্ত থেকে সরে না আসলে দেশব্যাপী বৃহৎ আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগকে ১৮ শর্তে সমাবেশের অনুমতি
রাজধানীতে বিএনপির সমাবেশ দুপুরে
নরসিংদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি
X
Fresh