• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে নতুন ৪২ জনের করোনা শনাক্ত

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ১৭:৩২
Corona of 42 new people identified in Chandpur
চাঁদপুর

চাঁদপুরে নতুন করে আরও ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৪ জন, হাইমচরে ৭ জন, হাজীগঞ্জের ৭ জন, মতলব দক্ষিণে ৭ জন, ফরিদগঞ্জের ৫ জন, মতলব উত্তরের ১ জন ও কচুয়ার ১ জন রয়েছেন।

আজ রোববার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ জানিয়েছেন, আজ রোববার দুই দফায় ১০৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪২টি রিপোর্ট করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪৭ জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৮৪৭ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩২১ জন, শাহরাস্তিতে ৯৩ জন, মতলব দক্ষিণে ৯৫ জন, হাজীগঞ্জে ৮৯ জন, ফরিদগঞ্জে ৮৩ জন, হাইমচরে ৬৯ জন, মতলব উত্তরে ৬২ জন ও কচুয়ায় ৩৫ জন।

অন্যদিকে জেলায় মোট ৫৬ জন মৃতের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ১৬ জন, চাঁদপুর সদরে ১৫ জন, মতলব উত্তরে ৮ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন ও মতলব দক্ষিণে ২ জন রয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী
X
Fresh