• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়ালো

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ১৪:১১
victims of Corona exceeded 600
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬০৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১২ জন।

এদিকে জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৮৭ জন। আর মারা গেছেন ১০ জন।

আজ রোববার (২৮ জুন ) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।

তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৫ জন, মুকসুদপুরে দুইজন ও কোটালীপাড়ায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

তিনি জানান, এ পর্যন্ত ৪ হাজার ৯১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৪৭ জন, কাশিয়ানীতে ১২৮ জন, গোপালগঞ্জ সদরে ১৫৬ জন, টুঙ্গিপাড়ায় ৮৮ জন ও কোটালীপাড়া উপজেলায় ৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৫০ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
X
Fresh