• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২০, ১১:৪৭
The water level of Jamuna river continues to rise in Sirajganj
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনায় পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই জেলার নিম্নাঞ্চলসহ গ্রাম জনপদ পানিতে প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি সহ বিস্তীর্ণ গোচারণ ভূমি।

গেল ২৪ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে শনিবার সকালে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছ।

গত দুই দিনের তুলনায় শুক্রবার যমুনা নদীর পানি বৃদ্ধির হার ছিল তুলনামূলক অনেক বেশি।

এদিকে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের জমিতে চাষ করা ভুট্টা, বাদাম, তিল, কাউন ও সবজি ক্ষেত তলিয়ে যাচ্ছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম জানান, জেলার পাঁচটি উপজেলার অন্তত ৩৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

ইতোমধ্যেই প্রায় সদর ও কাজিপুর উপজেলার দেড় হাজার হেক্টও জমির পাট,তিল,আখ, সবজিসহ নানা ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী তিন-চার দিনের মধ্যেই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার অতিক্রম করতে পারে। এদিকে নদী তীরবর্তী অঞ্চল জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh