• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০২০, ১৪:৩৪
Death of a trader in Panchagarh with Corona symptoms
ছবি সংগৃহীত

পঞ্চগড়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুস সামাদ (৫৫) নামে এক গালামাল দোকানদারের মৃত্যু হয়েছে।

সদর উপজেলার সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার আফাজনগড় গ্রামে ওই দোকানদারের বাড়ি। সে একই উপজেলার খাসমহল গ্রামের নজমল হকের ছেলে ।

স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমান জানান, গেল কয়েকদিন থেকে আব্দুস সামাদ জ্বর সর্দিতে ভুগছিলেন ।

আব্দুস সামাদের ছোট ভাইয়ের বরাত দিয়ে বলেন, তার ডায়াবেটিস রোগ ছিল গত কয়েক বছর হতে। শুক্রবার সকাল হতে তার জ্বর, সর্দি বেড়ে গেলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে জরুরি বিভাগে মারা যায় আব্দুস সামাদ।

এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, গেল কয়েক দিন থেকে জ্বর ও সর্দি নিয়ে বাসায় ছিলেন। বাসা থেকে সে স্থানীয় ডাক্তারের পরামর্শে বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা করার প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
২ পা বিচ্ছিন্ন হওয়া যশোরের সেই প্লট ব্যবসায়ীর মৃত্যু
X
Fresh