• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ার ঘূর্ণিঝড়ে ১১টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০২০, ১৪:৫৬
Eleven houses have been severely damaged in two villages of Brahmanbaria Sadar Upazila due to the cyclone.
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুই গ্রামে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১১টি ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাসুদেব, আহরন্দ দক্ষিণ পাড়া এলাকায় এই ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রচণ্ড বাতাসে ৩টি বাড়ি সম্পূর্ণ ও ৮ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া গ্রামগুলো পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দাদের সাথে আলাপ করে তাৎক্ষনিকভাবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ বান ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা, আংশিক ক্ষতিগ্রস্তদের মাঝে ১ বান ঢেউ টিন ও নগদ ৩ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।

পঙ্কজ বড়ুয়া বলেন, সকালে জেলার সদর উপজেলার বাসুদেব, আহরন্দ দক্ষিণপাড়া এলাকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয়। এতে ১১টি বাড়িসহ গাছপালা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়ার ঘোষণা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোথায় কেমন গরম পড়বে, জানাল আবহাওয়া অফিস
এপ্রিলে কয়টি কালবৈশাখী ও ঘূর্ণিঝড় হতে পারে, জানাল অধিদপ্তর
তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রিতে, হতে পারে ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, ফসলের ব্যাপক ক্ষতি
X
Fresh