• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফেনীতে ১৬ কোটি টাকার সাপের বিষসহ আটক এক

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০২০, ০৯:০৭
One arrested with snake venom worth Tk 16 crore in Feni
ছবি সংগৃহীত

ফেনী-নোয়াখালী মহাসড়কে অভিযান চালিয়ে ১৬ কোটি টাকা মূল্যের দুই পাউন্ড সাপের বিষসহ মো. ইকবাল হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র‍্যাব -৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিপুরের একটি ডিপার্টমেন্টার স্টোরের সামনে থেকে ওই মোটরসাইকেল আরোহীকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় আরও একজন পালিয়ে যায়।

র‍্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃত ব্যক্তি আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত রয়েছে। সাপের বিষ দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। আটককৃত মো. ইকবাল হোসেন নোয়াখালীর সুধারামপুর উপজেলার পশ্চিম রুইয়া এলাকার মৃত লাতু মিয়ার ছেলে।

এ সময় তার সঙ্গে থাকা একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, দুটি সিম ও একটি মেমো বই জব্দ করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুকুর খননের সময় মিলল বিষ্ণু মূর্তি
র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা জানাল যুক্তরাষ্ট্র
‘ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে’
আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক করে বিমান মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি 
X
Fresh