• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ৩ এলাকা ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত লকডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০২০, ১৫:৪২
Lockdown in Narayanganj 3 areas marked as 'Red Zone'
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের তিনটি এলাকা করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ এলাকা (রেড জোন) হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৭ জুন) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউন ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনও ব্যক্তি বাইরে আসতে পারবেন না বা বাইরে থেকে কোনও ব্যক্তি ওই এলাকায় যেতে পারবেন না।

তিনি বলেন, এলাকায় কোনও গণপরিবহন থামবে না। এলাকায় কাঁচা বাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে। ধর্মীয় উপাসনালয়গুলোতে জনসাধারণের যাতায়াত আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। সবার জন্য সকল স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
করোনায় আরও একজনের মৃত্যু
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
X
Fresh