• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০২০, ১৫:০০
Corona virus symptoms died
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে পৌরশহরের একটি ভাড়া বাসায় তিনি মারা যান। এ ঘটনায় ২টি বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন।

জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারী গত কয়েক দিন ধরে প্রচণ্ড জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভুগছিলেন। গত দুইদিন আগে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো। এর মধ্যে আজ সকালে তিনি মারা যান।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, দুই দিন আগে ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার ফল এখনো আসেনি। এরই মধ্যে তিনি আজ সকালে মারা যান।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
X
Fresh